Last Update

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

প্রথম উদ্যোগ – ১৯৮৭ সালের ১৯ ডিসেম্বর বিমানবন্দর আবাসিক এলাকায় বসবাসরত বিদ্যোৎসাহী জনসাধারণ ও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে তৎকালীন বিমানবন্দর ব্যবস্থাপক জনাব মোঃ শহিদুল ইসলামের সহযোগিতায় স্কুল তৈরির প্রস্তুতি গ্রহণ করা হয়।

প্রথম স্থান – বিমান বন্দর মসজিদ এর পশ্চিম পার্শে চাটায়ের বেড়া ও টিনসেডের (বর্তমান:অফিসার্স রেষ্ট হাউস) ঘরে পাঠদান শুরু হয়।

দাতা – বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।

জমির পরিমাণ – ২.০৫ একর।

নামকরণ –  অবস্থান অনুযায়ী “বিমানবন্দর বিদ্যালয়”  নামকরণ করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন – তৎকালীন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজম এস,জে এস,বি টি,এন,এস(ইরাক),এইস,আই,(জর্দান)।

প্রথম প্রধান শিক্ষক – ঝর্ণা খানম (ভারপ্রাপ্ত)

প্রথম ক্লাস – ১৯৮৮ সালের ২ জানুয়ারি।

নবম দশম শ্রেণি অনুমোদন – ১৯৮৯ সালের ১ জানুয়ারী-যশোর শিক্ষা বোর্ড।

মানবিক বিভাগ- ১৯৮৯ সালের ১ জানুয়ারী মানবিক বিভাগ চালু হয়।

বিজ্ঞান বিভাগ – ১৯৮৯ সালের ১ জানুয়ারী বিজ্ঞান বিভাগ চালু হয়।

বানিজ্য বিভাগ – ২০০২সালের ১ জানুয়ারী বানিজ্য বিভাগ চালু হয়।

প্রথম ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ – ১৯৯১ সাল।

হাউস – বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি হাউস রয়েছে।

প্রাথমিক শাখা (শিশু- পঞ্চম)

মাধ্যমিক শাখা (৬ষ্ঠ-১০ম) শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে।

BNCC

Read More

Admission

বিমানবন্দর বিদ্যালয়, যশোর। ২০২৪ শিক্ষাবর্ষে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

Read More