About Biman Bandar Bidyalaya
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
প্রথম উদ্যোগ – ১৯৮৭ সালের ১৯ ডিসেম্বর বিমানবন্দর আবাসিক এলাকায় বসবাসরত বিদ্যোৎসাহী জনসাধারণ ও বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে তৎকালীন বিমানবন্দর ব্যবস্থাপক জনাব মোঃ শহিদুল ইসলামের সহযোগিতায় স্কুল তৈরির প্রস্তুতি গ্রহণ করা হয়।
প্রথম স্থান – বিমান বন্দর মসজিদ এর পশ্চিম পার্শে চাটায়ের বেড়া ও টিনসেডের (বর্তমান:অফিসার্স রেষ্ট হাউস) ঘরে পাঠদান শুরু হয়।
দাতা – বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ।
জমির পরিমাণ – ২.০৫ একর।
নামকরণ – অবস্থান অনুযায়ী “বিমানবন্দর বিদ্যালয়” নামকরণ করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন – তৎকালীন বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) সাইফুল আজম এস,জে এস,বি টি,এন,এস(ইরাক),এইস,আই,(জর্দান)।
প্রথম প্রধান শিক্ষক – ঝর্ণা খানম (ভারপ্রাপ্ত)
প্রথম ক্লাস – ১৯৮৮ সালের ২ জানুয়ারি।
নবম দশম শ্রেণি অনুমোদন – ১৯৮৯ সালের ১ জানুয়ারী-যশোর শিক্ষা বোর্ড।
মানবিক বিভাগ- ১৯৮৯ সালের ১ জানুয়ারী মানবিক বিভাগ চালু হয়।
বিজ্ঞান বিভাগ – ১৯৮৯ সালের ১ জানুয়ারী বিজ্ঞান বিভাগ চালু হয়।
বানিজ্য বিভাগ – ২০০২সালের ১ জানুয়ারী বানিজ্য বিভাগ চালু হয়।
প্রথম ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ – ১৯৯১ সাল।
হাউস – বর্তমানে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি হাউস রয়েছে।
প্রাথমিক শাখা (শিশু- পঞ্চম)
মাধ্যমিক শাখা (৬ষ্ঠ-১০ম) শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে।
Message From Chairman

Message From Head Master

প্রধান শিক্ষকের বাণী
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথ ভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা।এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্